১৯৭৩ সালের ১৯শে সেপ্টেম্বর ঢাকার সোবহানবাগে তুষার আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে। বাবা আবুল কাশেম আহাম্মেদ আজিজ ও মা নাদিরা বেগমের দুই সন্তানের মধ্যে তিনি বড়।তিনি ১৯৯০ সালে তেজগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯২ সালে সরকারি তিতুমীর কলেজ থেকে এইচএসসি, ১৯৯৮ সালে একই কলেজের বাংলা সাহিত্যে অনার্স ও ১৯৯৯ সালে মাস্টার্স সম্পন্ন করেন।তুষার আব্দুল্লাহ ১৯৯০ সালে ছাত্রাবস্থায় সাপ্তাহিক মুদ্রায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এর পর কাজের ধারাবাহিকতায় ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত স্টাফ রিপোর্টার পদে চাকরি করেন দৈনিক ভোরের কাগজে। পাশাপাশি তিনি সাপ্তাহিক চলতিপত্র, দৈনিক মুক্তকণ্ঠ, সাপ্তাহিক যায়যায়দিন, সাপ্তাহিক নতুন একতা, পাক্ষিক অনন্যায় কাজ করেন। ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনে কাজের মধ্য দিয়ে তুষার আব্দুল্লাহ ইলেক্ট্রনিক মিডিয়ায় যাত্রা শুরু করেন। এর পর ২০০৩ সালে এটিএন বাংলা চ্যানেলে বিশেষ প্রতিনিধি, ২০০৬ সালে আরটিভিতে বিশেষ প্রতিনিধি, ২০০৭ সালে সিএজবিনিউজে ইমপোর্ট হেড, ২০০৮ সালে দেশটিভিতে ইমপোর্ট হেড, ২০০৯ সালে যমুনা টিভিতে ইমপোর্ট হেড ও ২০১০ সাল থেকে বর্তমান অবধি হেড অব নিউজ পদে সময় টিভিতে কর্মরত আছেন।তুষার আব্দুল্লাহ ২০০০ সালের ৯ মার্চ ফটোসাংবাদিক কাকলী প্রধানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির কিন্নরী নামে এক মেয়ে রয়েছে। কিন্নরী রাজধানীর একটি বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।তিনি জানান, মেঘের রং তার প্রিয়।
About More.. 