জন্ম ১৪ ফেব্রুয়ারী ১৯৬১। পিতা মোঃ আজিজুর রহমান ছিলেন পাকিস্তান গণ-পরিষদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের সময় ৭ নং সেক্টরের লেফটান্যান্ট জেনারেল পদমর্যাদার সিভিল এ্যফেয়ার্স এ্যডভাইজার। মুরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উচ্চশিক্ষা শেষে আড়াই দশক ধরে পেশাদার রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ঢাকাস্থ জাপান এবং জার্মান দূতাবাসে কর্মরত ছিলেন।
২০০৫ সালে মাটি ও মানুষের সংস্কৃতিকে ধরে রাখার প্রয়োজনে তৈরী করেছেন স্বভূমি লেখক শিল্প কেন্দ্র। তিনি এখন স্বভূমি’র সভাপতি।
স্বদেশ ছাড়াও ঘুরে বেড়িয়েছেন সুইজারল্যাণ্ড, জার্মানী, আমেরিকা, ফ্রান্স, ইংল্যাণ্ড, ইতালি, ভারত আর নেপালের বিস্তৃত জণপদ।
উল্লেখযোগ্য গ্রন্থ্য:
কাব্য আকাশ গদ্য ভূমি (রচনা সমগ্র, প্রথম খণ্ড । ধ্রুবপদ)।
কাব্য : নোনাজলের পালঙ্ক (ঐতিহ্য, ২০০৩), ফেরারী নদীর ছায়া ( অন্যপ্রকাশ, ২০০৪), তৃতীয় বোধের নগর (অন্যপ্রকাশ, ২০০৮), বুনো বাতাসের ঘ্রাণ (২০১১, ধ্রুবপদ), ছায়াদেরো জীবন আছে ( ২০১২, ধ্রুবপদ)।
গল্প সংকলন: ঘুমন্ত বৃক্ষেরা (ঐতিহ্য, ২০০৫), বানানো গল্প (পাঠসূত্র, ২০০৮), জলছাপের মন (ঐতিহ্য, ২০১১), আঁধার খেকো প্রজাপতি (২০১৪, শুদ্ধস্বর)।
শিশুতোষ গল্প: রিকসা (কাকাতুয়া, ২০০৬), মহাশূণ্যের রূপকথা ( অঙ্কুর ২০০৯), বিশ্বভূতের সম্মেলন ( শ্রাবন, ২০১০)।
শিশুতোষ ছড়া: বিন্দুমামার খায়েশ (অন্যপ্রকাশ, ২০০৩), ভূতের রাজার টেলিফোন (ঐতিহ্য, ২০০৪)।