Zillur Rahman Siddiqui (born February 23 , 1928 - 11 November , 2014 ) is a renowned Bangladeshi educationist, poet, essayist, translator and editor.
Zillur Rahman Siddiqui was born in the family house of Durgapur village of Jhenaidah district on February 23, 1928 (10 Falgun) . However , its location was in greater Jessore district. Zillur Rahman Siddiqui was not the first child of his mother, but first of all, because before him, he gave birth to a girl child, his mother. The girl died in a nursing home. They are two brothers in the first and fourth positions, the remaining six sisters. His father Baba Fazlur Rahman Siddiqui lived in KolkataIn a rented house He was a teacher of the Normal School of Calcutta. His grandfather was the founder of the lesson he had studied. After 15 years teaching his father at the Normal School in Kolkata, posting started outside of Kolkata. As a result, Zillur Rahman went on a trip with father after finishing his school lessons. In the fifth and sixth grade, he studied at Bankura Zilla School.
In 1940-41, his father was transferred to Jalpaiguri . In 1941 Zillur Rahman Siddiqui admitted to the 7th grade in Jalpaiguri District School. From 8th to 10th grade, till Jessore district school . In the matriculation examination in 1945, he got a class with Star Marks and got admitted in Presidency College , Calcutta , in IA class. He used to stay at the Taylor hostel in Bubazar. After a horrific riot in Calcutta in August 1946, after a few months of leaving the hostel, he stayed for 3 months at the college students of the Muslim students of Mirzapur Street. In 1947, he got 1st Division with IA examination. After partition, Dhaka and Dhaka UniversityHe was admitted to BA Honors in English Literature. Then he used to be Salimullah Muslim. In 1950, Zillur Rahman secured first class in English Literature in BA Honors examination. He also achieved 1st class in the MA examination of 1951. Zillur Rahman was admitted to Oxford with a government scholarship in 1952 . In 1954 he returned home.
Zillur Rahman Siddiqui married in 1951. His wife's name is Kaiser. His wife was a retired deputy magistrate of Mymensingh town, daughter of former MLA Abdul Majid. This couple has three sons and a daughter.
জিল্লুর রহমান সিদ্দিকী (জন্ম: ২৩ ফেব্রুয়ারি, ১৯২৮ - ১১ নভেম্বর, ২০১৪) প্রখ্যাত বাংলাদেশী শিক্ষাবিদ, কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক।
১৯২৮ সালের ২৩ ফেব্রুয়ারি (১০ ফাল্গুন) জিল্লুর রহমান সিদ্দিকী ঝিনাইদহ জেলার দুর্গাপুর গ্রামে পৈত্রিক বাড়িতে জন্মগ্রহণ করেন। তখন অবশ্য বৃহত্তর যশোর জেলায় ছিল এর অবস্থান। জিল্লুর রহমান সিদ্দিকী মায়ের প্রথম সন্তান না হলেও একদিক দিয়ে প্রথম, কারণ তাঁরও আগে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তাঁর মা। সে মেয়েটি আঁতুড়েই মারা যায়। প্রথম ও চতুর্থ অবস্থানে তাঁরা দুই ভাই, বাকি ছয়জন বোন। তাঁর বাবা বাবা ফজলুর রহমান সিদ্দিকী থাকতেন কলকাতার একটি ভাড়া বাসায়। তিনি কলকাতার নর্মাল স্কুলের শিক্ষক ছিলেন। তিনি যে পাঠশালায় পড়াশুনা করেছেন সেটির প্রতিষ্ঠাতা ছিলেন তাঁর দাদা। কলকাতার নর্মাল স্কুলে তাঁর বাবা ১৫ বছর শিক্ষকতা করার পরে কলকাতার বাইরে পোষ্টিং শুরু হয়। ফলে গ্রামের পাঠশালার পাঠ শেষ করে জিল্লুর রহমান বাবার সঙ্গে ঘুরে বেড়াতে করলন। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী তিনি পড়েছেন বাঁকুড়া জিলা স্কুলে।
১৯৪০-৪১ সালে তাঁর বাবা আবার বদলি হলেন জলপাইগুড়ি। ১৯৪১ সালে জলপাইগুড়ি জিলা স্কুলে ৭ম শ্রেণীতে ভর্তি হন জিল্লুর রহমান সিদ্দিকী । ৮ম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়েন যশোর জিলা স্কুলে। ১৯৪৫ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় স্টার মার্কসসহ ১ম বিভাগ পেয়ে ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি কলেজে, আইএ ক্লাসে। তখন তিনি থাকতেন বউবাজার মোড়ে অবস্থিত টেইলর হোস্টেলে। ১৯৪৬ সালের আগস্ট মাসে কলকাতায় ভয়াবহ দাঙ্গা হলে হোস্টেল ছেড়ে কয়েক মাস নিরাশ্রয় জীবনযাপন শেষে মীর্জাপুর স্ট্রিটের মুসলমান ছাত্রদের কলেজ হোস্টেলে তিনি ৩ মাস থাকেন। ১৯৪৭ সালে আইএ পরীক্ষা দিয়ে ১ম বিভাগ লাভ করেন। দেশভাগের পর ঢাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে বিএ অনার্স ক্লাসে ভর্তি হন। তখন তিনি থাকতেন সলিমুল্লাহ মুসলিম হলে। ১৯৫০ সালে বিএ অনার্স পরীক্ষায় জিল্লুর রহমান ইংরেজি সাহিত্যে ১ম শ্রেণী লাভ করেন। ১৯৫১ সালের এমএ পরীক্ষায়ও ১ম শ্রেণী অর্জন করেন। জিল্লুর রহমান ১৯৫২ সালে সরকারি বৃত্তি নিয়ে অক্সফোর্ডে ভর্তি হন। ১৯৫৪ সালে তিনি দেশে ফিরে আসেন।
১৯৫১ সালেই বিয়ে করেন জিল্লুর রহমান সিদ্দিকী। তাঁর স্ত্রীর নাম কায়সার। তাঁর স্ত্রী ছিলেন ময়মনসিংহ শহরের অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট, প্রাক্তন এমএলএ আবদুল মজিদের কন্যা। এই দম্পতির তিন ছেলে ও এক মেয়ে আছে।
Alpha SMS is an advanced SMS service provider in Bangladesh with multiple services such as Bulk SMS, SMS API, OTP SMS, SMS Gateway, SMS Marketing, Masking SMS, Non-Masking, etc. It provides a powerful and easy-to-use SMS API for developers. Easy integration with Software Applications & Websites. You can also send SMS messages directly through SMS Web Panel (Dashboard). Fast and easy to use SMS Gateway for School, Small Business SMS marketing, ISP & NGO in Bangladesh. Alpha SMS also offers API Integration with Corporate applications.
Visit WebsiteFeaturing complete portfolio & virtual showroom of 170 active Publishers in Bangladesh.
Portfolio of an ever growing list of legends. About 4,623 Bengali authors & Poets of the past, present & future.
A complete online catalog of Bangla books. From the everlasting classics to modern literature of the future generation.