Mamunur Rashid is a renowned Bangladeshi playwright, actor and dramatist. Freedom is a pioneer of the stage movement of northern Bangladesh. In his dramatic work, noted social awareness. Class struggle is an important subject in his play. He has also written numerous plays and plays for TV. Performing drama and drama on various social issues, class struggle, and the movement of the rights of small casteism, Mamunur gave Rashid a different place in the drama world of Bangladesh. Mamunur Rashid was born on 29 February. Since the lipaiyara the day comes 4 years later.
In 1967, he started writing dramas for television in East Pakistan, whose content was mainly family. He also wrote comedy plays at that time. His real love for theatrical industry started in his own village, in Tangail, with his intimate identity as a traveler and folk culture. His journey of acting impressed his dramatic influence. In 1971, he joined the liberation war of Bangladesh and was involved with Swadhin Bangla Betar Kendra. During the war of liberation, he tried to stage his first drama 'Westward Stairs' in Rabindrasadan of Calcutta; But before the liberation of the country on December 16, The play has not yet been played. Later the play was played in Bangladesh in 1972. [2] The time has also been reflected in his theater, at different times. He returned to Calcutta from independent India in 1972 and made his ornate drama.
Mamunur Rashid is a pioneer of the movement of Bangladesh's independence movement. In his dramatic work, noted social awareness. Class struggle is an important subject in his play. He wrote and played many plays for TV.
মামুনুর রশীদ (জন্ম: ফেব্রুয়ারি ২৯ ১৯৪৮) একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃত। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষনীয়। শ্রেণী সংগ্রাম তার নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তিনি টিভির জন্যেও অসংখ্য নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন। বিভিন্ন সামাজিক ইস্যূ নিয়ে, শ্রেণী সংগ্রাম, ক্ষুদ্র জাতিস্ত্ত্বার অধিকার আদায়ের নানা আন্দোলন নিয়ে নাটক রচনা ও নাট্য পরিবেশনা বাংলাদেশের নাট্য জগতে মামুনুর রশীদকে একটা আলাদা স্থান করে দিয়েছে মামুনুর রশীদ এর জন্ম ২৯ ফেব্রুয়ারী ।লিপইয়ার হওয়ায় দিনটি ৪ বছর পরপর আসে ।
১৯৬৭ সালে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানে টেলিভিশনের জন্য নাটক লিখতে শুরু করেন যার বিষয়বস্তু ছিল মূলত পারিবারিক। সেসময় কমেডি নাটকও তিনি লিখতেন। নাট্যশিল্পের প্রতি তাঁর প্রকৃত ভালবাসা শুরু হয় টাঙ্গাইলে তাঁর নিজ গ্রামে যাত্রা ও লোকজ সংস্কৃতির সঙ্গে তাঁর নিবিড় পরিচয়ের সূত্র ধরে। তার যাত্রার অভিনয় অভিজ্ঞতা তাঁর নাট্যভাবনাকে খুবই প্রভাবিত করেছিল। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন এবং জড়িত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে। মুক্তিযুদ্ধকালীন তিনি তাঁর প্রথম রচিত নাটক ‘পশ্চিমের সিঁড়ি’ কলকাতার রবীন্দ্রসদনে মঞ্চায়নের চেষ্টা করেন; কিন্তু তার আগেই ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনতা অর্জন করায়, নাটকটি আর তখন অভিনীত হয় নি। পরে নাটকটি ১৯৭২ সালে বাংলাদেশে অভিনীত হয়। সেই সময়টাও তাঁর নাট্যচর্চ্চায় প্রতিফলিত হয়েছে বিভিন্ন সময়ে। ১৯৭২ সালে কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে তিনি তৈরি করেন তাঁর আরণ্যক নাট্যদল।
মামুনুর রশীদ স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃত। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষনীয়। শ্রেণী সংগ্রাম তার নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তিনি টিভির জন্যে অসংখ্য নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন।
Alpha SMS is an advanced SMS service provider in Bangladesh with multiple services such as Bulk SMS, SMS API, OTP SMS, SMS Gateway, SMS Marketing, Masking SMS, Non-Masking, etc. It provides a powerful and easy-to-use SMS API for developers. Easy integration with Software Applications & Websites. You can also send SMS messages directly through SMS Web Panel (Dashboard). Fast and easy to use SMS Gateway for School, Small Business SMS marketing, ISP & NGO in Bangladesh. Alpha SMS also offers API Integration with Corporate applications.
Visit WebsiteFeaturing complete portfolio & virtual showroom of 170 active Publishers in Bangladesh.
Portfolio of an ever growing list of legends. About 4,623 Bengali authors & Poets of the past, present & future.
A complete online catalog of Bangla books. From the everlasting classics to modern literature of the future generation.