আলমগীর জলিল। মূল নাম আব্দুল জলিল আহমদ। পিতা মোজাহার উদ্দিন আহমদ, মাতা-জরিনা খাতুন। জন্ম তারিখ ১লা চৈত্র, ১৩৩৪ সাল; ১৪ই মার্চ, ১৯২৮ খ্রিষ্টাব্দ। রাশি বৃশ্চিক। জন্ম স্থান নওগাঁ জেলার বদলগাছি থানার মধুরাপুর গ্রামের মাতুলালয়ে।
১৯৪৭ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দুটি লেটারসহ ম্যাট্রিক পরীক্ষায় ১ম বিভাগে উত্তীর্ণ। পরবর্তীতে আইএসসি (১৯৪৯), বিএ (পাস) ১৯৫১), এমএ (বাংলা ১৯৫৭), ডিপ্লোমা-ইন-এডুকেশন (১৯৫৫)। বাংলা একাডেমী ‘রিসার্চ স্কলার’ রূপে সাড়ে তিন বছর ধরে ‘উত্তর বঙ্গের লোক সাহিত্য’ বিষয়ে পিএইচডি কোর্সের অভিসন্দর্ভ রচনা করেন।
কর্মজীবনে হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ৩০ বছর ধরে বাংলা একাডেমীতে উপপরিচালক রূপে ১৬ বছর চাকুরি এবং ১৯৮৮ খ্রিষ্টাব্দে সেখানে থেকে অবসর গ্রহণ।
লেখালেখির সূত্রপাত অষ্টম শ্রেণীতে পড়ার সময় (১৯৪৪)। প্রথম লেখা (কবিতা) ছাপা হয় ‘আজাদ’-এর ‘মুকুলের মহফিল’-এ এবং (কলকাতার) ‘শিশু-সওগত’-এ ১৯৪৫-’৪৬-এ। যশোর সাহিত্য সংঘ কর্তৃক ‘কবিরত্ন’ উপাধি লাভ (১৯৪৭)। শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘কায়কোবাদ সাহিত্য মজলিস কর্তৃক ‘দেওয়ান আবদুল হামিদ সাহিত্য পুরস্কারে’ ভূষিত।
Alpha SMS is an advanced SMS service provider in Bangladesh with multiple services such as Bulk SMS, SMS API, OTP SMS, SMS Gateway, SMS Marketing, Masking SMS, Non-Masking, etc. It provides a powerful and easy-to-use SMS API for developers. Easy integration with Software Applications & Websites. You can also send SMS messages directly through SMS Web Panel (Dashboard). Fast and easy to use SMS Gateway for School, Small Business SMS marketing, ISP & NGO in Bangladesh. Alpha SMS also offers API Integration with Corporate applications.
Visit Website