জন্ম : জহেরেরকান্দি, কাটালীপাড়া, গোপালগঞ্জ। নিসর্গের খুব কাছাকাছি বেড়ে ওঠা মানুষ। প্রকৃতি ও প্রাণপ্রাচুর্যের সাথে নিবিড় সম্বন্ধ তার।শিক্ষা : এসএসসি, ইকেইউ হাই স্কুল, এইচএসসি, নটরডেম কলেজ, ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র। সম্প্রতি আরও একটি মাস্টার্স করেন লন্ডনে, মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে।ভ্রমণ : অসম্ভব ভ্রমণপিপাসু লেখক, নতুন অভিজ্ঞতার অভীপ্সা তাকে নিয়ত তাড়িয়ে নিয়ে বেড়ায়। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, দক্ষিণ আফ্রিকা, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও লিবিয়া ভ্রমণ করেছেন। তার পরবর্তী টার্গেট টুভ্যালু’র ফুনাফুতি!লেখালেখি : বড় কোনো লেখক তিনি নন। তবে লিখতে ও পড়তে ভালবাসেন। কাব্য-দিব্য তার লেখার প্রেরণা, একনিষ্ঠ পাঠকও। শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার এই লেখকের আজ অব্দি চল্লিশটি বই বেরিয়েছে। গল্প, উপন্যাস, অ্যাডভেঞ্চার, রম্যরচনা, আধিভৌতিক, অণুকাব্য, গোয়েন্দাকাহিনী তার প্রিয় প্রসঙ্গ। প্রিয় কবি ও লেখকের তালিকায় জীবনানন্দ, নজরুল, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, সুনীল, কোনান ডয়েল, এলান পো, শেলি, কিট্স এবং অবশ্যই রবীন্দ্রনাথ!
About More.. 