ফারুক চৌধুরীর জন্ম ১৯৩৪ সালের ৪ঠা জানুয়ারি ভারতের আসামের করিমগঞ্জে। পৈতৃক বাড়ি সিলেট জিলার গোলাপগঞ্জ থানার বারকোট গ্রামে। শৈশব কেটেছে চাকরিজীবী পিতা গিয়াসুদ্দিন আহমদ চৌধুরীর সাথে বৃহত্তর সিলেটে আর ভারতের বর্তমান মেঘালয় আর আসাম রাজ্যে।১৯৪৭ সালে দেশ ভাগের অব্যবহিত পরে আসাম থেকে পরিবারের সাথে চলে আসেন পূর্ব পাকিস্তানে। নেত্রকোনার আনজুমান হাই স্কুল থেকে ম্যাট্রিক পাসের পর অধ্যয়ন ঢাকা কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভের পর স্নাতকোত্তর অধ্যয়নকালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগদান করেন।চাকরিজীবনের প্রথম দুই বছর কাটে বিদেশে প্রশিক্ষণে। বোস্টনের ফ্লেচার স্কুল অফ ল এ্যান্ড ডিপ্লোমেসি, ওয়াশিংটনের জর্জ টাউন বিশ্ববিদ্যালয় আর ফরেন সার্ভিস ইন্সটিটিউট এবং লন্ডনের ফরেন অফিসে। প্যারিসের অঁলিয়াস ফ্রান্সেতে ফরাসি ভাষা অধ্যয়ন করেন। তারপর পাকিস্তানী আমলের চাকরিজীবন কাটান রোম, বেজিং, দি হ্যাগ আর অ্যালজিয়ার্সে। ১৯৬৯ সাল থেকে বাংলাদেশের জন্ম অবধি তিনি যথাক্রমে ইসলামাবাদের পররাষ্ট্র দফতরে এবং ঢাকা পররাষ্ট্র দফতরের শাখা অফিসে কর্মরত থাকেন।স্বাধীনতার পর কিছুদিনের জন্য বাংলাদেশের প্রথম রাষ্ট্রাচার প্রধান হিসেবে নিয়োজিত হন। ১৯৭২ থেকে ১৯৭৬ তিনি লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার এবং ১৯৭৬ সালে আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে ব্রাসেলসে যান বেনেলুক্স দেশসমূহ এবং ইওরোপীয় সাধারণ বাজারে রাষ্ট্রদূত হিসেবে।১৯৮২ সালে তাঁকে ঢাকায় অনুষ্ঠিত ইসলামিক পররাষ্ট্র সম্মেলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করা হয়। ১৯৮৪ সালে তিনি পররাষ্ট্র সচিব
About More.. 