১৯৭১ সালের মুক্তিযুদ্ধের রক্তঝরা সময়ে ৩রা মে নানাবাড়ি টাঙ্গাইলের করাতিপাড়ায় জন্ম। বাবা স্বনামধন্য আইনজীবী মোশারফ হোসেন, মা সৈয়দা জহুরা আখতার। এসএসসি টাঙ্গাইল শহরের সরকারি বিন্দুবাসিনী স্কুল থেকে এবং সরকারি এম এম আলী কলেজ থেকে এইচএসসি। ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম (ব্যবস্থাপনা) ডিগ্রি অর্জন।স্বাধীনচেতা ও অনুসন্ধিৎসু মনের অধিকারী খান মাহবুব কিশোর বয়স থেকে টাঙ্গাইলের সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ। বিতর্ক, কবিতা, বক্তৃতায় রয়েছে অসংখ্য পুরস্কারের স্বীকৃতি। ১৯৯২ সালে কলেজ পর্যায়ে বিতর্কে অর্জন করেছেন জাতীয় পুরস্কার। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে অর্থনীতির রিপোটিং ও ফিচার লিখে জাতীয় পত্রিকায় পরিচিত অর্জন করেন। নিজেকে যুক্ত করেন বাংলাদেশ টেলিভিশনের বিতর্ক প্রতিযোগিতার একজন সংগঠক হিসেবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে নিজ উদ্যোগে গড়ে তু্লেছেন পলল প্রকাশনী ও ছোঁয়া এ্যাড. নামে ব্যবসা প্রতিষ্ঠান।‘এসময়ের অর্থনীতি’ খান মাহবুবের প্রথম প্রকাশিত গ্রন্থ। এ ছাড়া তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে একাধিক গ্রন্থ। ২০০৮ সালে তিনি এশিয়াটিক সোসাইটি পরিচালিত সাংস্কৃতিক সমীক্ষার টাঙ্গাইল জেলার গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত বাংরাদেশ সাংস্কৃতিক সমীক্ষামালার প্রবাদ-প্রবচন গ্রন্থে রয়েছে খান মাহবুবের সংগৃহীত টাঙ্গাইল জেলার প্রবাদমালা। সম্প্রতি খান মাহবুবের উদ্যোগে প্রকাশিত হয়েছে ‘টাঙ্গাইল জেলার স্থাননাম বিচিত্রা’। শিল্পমনা মাহবুব বাংলা একাডেমী, ইতিহাস পরিষদ, ম্যানেজমেন্টনেট, ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েটসহ অনেক প্রতিষ্ঠানের সদস্য।খান মাহবুব দেশের প্রকাশনা শিল্পের একজন সুপরিচিত ব্যক্তি। স্ত্রী সাহানা মাহবুব (সিনিয়র সহকারী সচিব) দু’কন্যা, তানিসা ও লহরিকে নিয়ে
About More.. 