'হায়দার বসুনিয়া, ১৯৩৯ সালের ৩০ নভেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার নাজিম খাঁ ইউনিয়নের মনার কুটি গ্রামে একটি বনেদী ঘরে তিনি জন্মগ্রহণ করেন।পিতা জসিম উদ্দিন বসুনিয়া ছিলেন একজন পণ্ডিত মানুষ। তাদেরবাড়িটিকে এলাকার মানুষ চিনতো পণ্ডিত বাড়ি হিসেবে ।হায়দার বসুনিয়া প্রাইমারী স্কুল পাশ করেন নাজিম খান ইউনিয়ন থেকে । মাধ্যমিক শিক্ষা গ্রহন করেন কুড়িগ্রাম হাইস্কুল (বর্তমান রিভার ভিউ) থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা’র জন্য কারমাইকেল কলেজে ভর্তি হলেও থাকার সু-ব্যবস্থা না পাওয়ায় গাইবান্ধা কলেজ থেকে পাশ করেন । একই কলেজ থেকে তিনি বি,এ ডিগ্রী লাভ করেন। বি,এ পাশ করার পর বিভিন্ন সরকারী চাকুরীর সুযোগ পেলেও (এক্সসাইজ ইন্সপেক্টর, DIT) তিনি মাটির টানে এবং সৎ জীবনযাপনের লক্ষ্যে নাজিম খাঁ জুনিয়র হাইস্কুলে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। কিছুদিন পর তিনি ময়মনসিং টি,টি কলেজ থেকে বি,এড কোর্স শেষ করেন। আবারো হাতছানি আসে সরকারী চাকুরীর সেদিকে না তাকিয়ে সেই সময়ের এলাকার এম,এন,এ কানু সাহেবের আমন্ত্রনে উলিপুর মহারানী স্বর্ণময়ী বহুমুখী হাইস্কুলে ১৯৬৬ সালে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে বাংলা ভাষা ও সাহিত্যে এম,এ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট হতে এম, এড কোর্স সম্পন্ন করেন।লেখালেখির স্বপ্নটা শহুরে পরিবেশে ব্যাঘাত ঘটাতে পারে ভেবে অথবা এলাকার টানে এলাকার ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলার বাসনায় একাধারে তিনি চল্লিশ বছর শিক্ষকতাই করে গেছেন, পাশাপাশি তিনি তার লালিত স্বপ্ন
About More.. 