বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে জন্ম। পিতা মো. আনিসুর রহমান ও মাতা ফরিদা বেগম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। শৈশব থেকেই বই পড়ার প্রতি ঝোঁক এবং সেই থেকেই লেখালেখির শুরু। কর্মজীবনের শুরুটা শিক্ষকতা দিয়ে হলেও এখন লেখালেখিকেই বেছে নিয়েছেন এবং লিখছেন। শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিকে ফিচার লিখে যাচ্ছেন দু’হাত ভরে। কয়েকটি পাতায় তিনি নিয়মিত লিখছেন। শিক্ষার কোনো শেষ নেই –এই মতে বিশ্বাসী হয়ে ভালো কিছু গ্রহণ এবং খারাপ কিছু বর্জন করে শিক্ষা গ্রহণ করবেন সবসময়। একজন ভালো মানুষ হতে স্বপ্ন দেখেন। তার প্রকাশিত বই :যে জীবন হয়নি যাপনওইখানে যেওনাকো তুমিসম্পর্ক
About More.. 