Humayun Ahmed

Humayun Ahmed

হুমায়ূন আহমেদ

Humayun Ahmed Biography

Humayun Ahmed ( November 13 , 1948 - July 19 , 2012 ) is one of the most popular Bengali fiction writers of the 20th century . He was considered the best writer after the independence of Bangladesh . He is a novelist , short story writer , playwright and songwriter . He is said to be the pioneer of modern Bengali science fiction. He also won the Drama and the Film Director. The number of his published books is more than three hundred. He is the father of the new style of dialogue in Bengali fiction. Several of his books have been translated into various parts of the world, Several books are included in the curriculum of the school-college university. From the end of the seventies to the beginning, he was an unmatched artisan of Bangla story-novel. In this period, the popularity of his novels and novels was unmatched. Himu and Mimi Ali and white characters created by him have deeply inspired the young people of Bangladesh. Scientific fiction is also involved in his creation. It is believed that he started the popularity of scientific fiction in Bangladesh. The first science fiction he wrote for his " Love for You " films he earned were outstanding enthusiasm. But his television plays were the most popular. Although not much in number, his songs also got a lot of popularity. His novel is Nandit Naraka , Late afternoon , nostalgia and the story of the mother , drunken breeze etc. Some of his films are made of two duals , day of sravan cloud , mesmerizing orange, etc. He was working as Professor of Chemistry Department of Dhaka University for a long time. He left teaching for the sake of writing and filmmaking. During the liberation war of 1971, Pakistani army detained him and fired for assassination after torture. He miraculously survived.  Day of auditory cloud , orange orange etc. He was working as Professor of Chemistry Department of Dhaka University for a long time. He left teaching for the sake of writing and filmmaking. During the liberation war of 1971, Pakistani army detained him and fired for assassination after torture. He miraculously survived.  Day of auditory cloud , orange orange etc. He was working as Professor of Chemistry Department of Dhaka University for a long time.  He left teaching for the sake of writing and filmmaking. During the liberation war of 1971, Pakistani army detained him and fired for assassination after torture. He miraculously survived. Orange orange etc. He was working as Professor of Chemistry Department of Dhaka University for a long time.  He left teaching for the sake of writing and filmmaking. During the liberation war of 1971, Pakistani army detained him and fired for assassination after torture. He miraculously survived. Orange orange etc. He was working as Professor of Chemistry Department of Dhaka University for a long time. He left teaching for the sake of writing and filmmaking. During the liberation war of 1971, Pakistani army detained him and fired for assassination after torture. He miraculously survived. 


Humayun in 1948 AD, November 13, the then East Pakistan, Mymensingh, Netrokona district mahukumara wolves kutubapure was born. His father Shahid Faizur Rahman Ahmad and mother Ayesha Fayez His father was a police officer and 1971 AD, the Liberation War during a time of Pirojpur sub-division SDO (Sub-divisional police officer) duty as a martyr was. His father was a man of literary fondness. He used to write in the newspapers. While in Bogra, he also published a book. The name of the book is the island of Niva whose house . His mother ' Though he did not have the habit of writing, he wrote a biography book, which is the name of life . In the family there was a literary atmosphere. His father Mohammad Zafar Iqbal is a science teacher and fictionist from the country; The youngest brother Ahsan Habib is a Romantic literary and cartoonist. 


From his novel, it is known that Shamsur Rahman was named after Humayun Ahmed during his childhood; Nickname Kajal His father (Fayzur Rahman) named his son in line with his own name Shamsur Rahman. Later, he changed the name of his son Humayun spoke. In the language of Humayun Ahmed, his father liked to change the names of boys and girls. His younger brother Muhammad Zafar Iqbal was named Babul and the younger sister Sufia was named Shefali . While in Chittagong in 1962-64, Humayun Ahmed was named after Bachchu.


Since his father is staying in different places of the country, he has got the opportunity to study in different schools of the country. He took matriculation examination from Bogra Zilla School and secured second place in Rajshahi Education Board. After that he was admitted to Dhaka College and from there he passed Intermediate in Science. He studied Chemistry at the University of Dhaka and obtained BSc (Honor) and MSc degree in first class. He was a resident student of Muhsin Hall and spent his student life in the room of 564. He later received PhD by researching polymer chemistry from North Dakota State University of the United States . In 1973 a lecturer at Bangladesh Agricultural University As a career started. While working at this university, the first scientific fiction has written love for you . In 1974, he joined Dhaka University . Once he became busy writing writing, he gave up teaching. This professor was very popular with the students as a teacher.



হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ – ১৯ জুলাই, ২০১২) বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। সত্তর দশকের শেষভাগে থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তাঁর গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তাঁর সৃষ্ট হিমু এবং মিসির আলি ও শুভ্র চরিত্রগুলি বাংলাদেশের যুবকশ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে। বৈজ্ঞানিক কল্পকাহিনীও তাঁর সৃষ্টিকর্মের অন্তর্গত। ধরা হয় বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনীর জনপ্রিয়তা তিনি শুরু করেন। তাঁর রচিত প্রথম সায়েন্স ফিকশন "তোমাদের জন্য ভালোবাসা" তাঁর নির্মিত চলচ্চিত্রসমূহ পেয়েছে অসামান্য দর্শকপ্রিয়তা। তবে তাঁর টেলিভিশন নাটকগুলি ছিল সর্বাধিক জনপ্রিয়। সংখ্যায় বেশী না হলেও তাঁর রচিত গানগুলোও সবিশেষ জনপ্রিয়তা লাভ করে। তাঁর অন্যতম উপন্যাস হলো নন্দিত নরকে, মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া ইত্যাদি। তাঁর নির্মিত কয়েকটি চলচ্চিত্র হলো দুই দুয়ারী, শ্রাবণ মেঘের দিন, ঘেঁটুপুত্র কমলা ইত্যাদি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন।[লেখালিখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে তিনি অধ্যাপনা ছেড়ে দেন। ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী সেনাবাহিনী তাঁকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান।

হুমায়ূন আহমেদ ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোণা মহুকুমার কেন্দুয়ার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ। তাঁর পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং তিনি ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন পিরোজপুর মহকুমার এসডিপিও (উপ-বিভাগীয় পুলিশ অফিসার) হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন। তার বাবা সাহিত্য অনুরাগী মানুষ ছিলেন। তিনি পত্র-পত্রিকায় লেখালিখি করতেন। বগুড়া থাকার সময় তিনি একটি গ্রন্থও প্রকাশ করেছিলেন। গ্রন্থের নাম দ্বীপ নেভা যার ঘরে । তাঁর মা'র লেখালিখির অভ্যাস না-থাকলেও একটি আত্ম জীবনী গ্রন্থ রচনা করেছেন যার নাম জীবন যে রকম । পরিবারে সাহিত্যমনস্ক আবহাওয়ায় ছিল। তাঁর অনুজ মুহম্মদ জাফর ইকবাল দেশের একজন বিজ্ঞান শিক্ষক এবং কথাসাহিত্যিক; সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবীব রম্য সাহিত্যিক এবং কার্টুনিস্ট।

তাঁর রচিত উপন্যাস থেকে জানা যায় যে ছোটকালে হুমায়ূন আহমেদের নাম রাখা হয়েছিল শামসুর রহমান; ডাকনাম কাজল। তাঁর পিতা (ফয়জুর রহমান) নিজের নামের সাথে মিল রেখে ছেলের নাম রাখেন শামসুর রহমান। পরবর্তীতে আবার তিনি নিজেই ছেলের নাম পরিবর্তন করে ‌হুমায়ূন আহমেদ রাখেন। হুমায়ূন আহমেদের ভাষায়, তাঁর পিতা ছেলে-মেয়েদের নাম পরিবর্তন করতে পছন্দ করতেন। তাঁর ছোট ভাই মুহম্মদ জাফর ইকবালের নাম আগে ছিল বাবুল এবং ছোটবোন সুফিয়ার নাম ছিল শেফালি। ১৯৬২-৬৪ সালে চট্টগ্রামে থাকাকালে হুমায়ুন আহমেদের নাম ছিল বাচ্চু।


তাঁর বাবা চাকুরী সূত্রে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেছেন বিধায় হুমায়ূন আহমেদ দেশের বিভিন্ন স্কুলে লেখাপড়া করার সুযোগ পেয়েছেন। তিনি বগুড়া জিলা স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দেন এবং রাজশাহী শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনি পরে ঢাকা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই বিজ্ঞানে ইন্টারমিডিয়েট পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে অধ্যয়ন করেন এবং প্রথম শ্রেণীতে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি মুহসীন হলের আবাসিক ছাত্র ছিলেন এবং ৫৬৪ নং কক্ষে তার ছাত্রজীবন অতিবাহিত করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়ন বিষয়ে গবেষণা করে পিএইচডি লাভ করেন। ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী তোমাদের জন্য ভালোবাসা রচনা করেন। ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। লেখালেখিতে ব্যস্ত হয়ে পড়ায় একসময় তিনি অধ্যাপনা ছেড়ে দেন৷ শিক্ষক হিসেবে ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই অধ্যাপক৷


Low-Cost Masking/NonMasking SMS in Bangladesh - Alpha SMS

Alpha SMS is an advanced SMS service provider in Bangladesh with multiple services such as Bulk SMS, SMS API, OTP SMS, SMS Gateway, SMS Marketing, Masking SMS, Non-Masking, etc. It provides a powerful and easy-to-use SMS API for developers. Easy integration with Software Applications & Websites. You can also send SMS messages directly through SMS Web Panel (Dashboard). Fast and easy to use SMS Gateway for School, Small Business SMS marketing, ISP & NGO in Bangladesh. Alpha SMS also offers API Integration with Corporate applications.

Visit Website
Low-Cost Masking/NonMasking SMS in Bangladesh - Alpha SMS

A National Archive of Information

170

Publishers

Featuring complete portfolio & virtual showroom of 170 active Publishers in Bangladesh.

4,623

Authors

Portfolio of an ever growing list of legends. About 4,623 Bengali authors & Poets of the past, present & future.

29,332

Books

A complete online catalog of Bangla books. From the everlasting classics to modern literature of the future generation.