Abul Fojol Biography

Abul Fazl ( 17 July 1903 - 4 May 1983 ) Bangladeshi renowned writers. He was the vice-chancellor of Chittagong University and the President's Education and Culture Advisor. He is basically a thoughtful and socialist editor. In his essay, the identity of the deep and transparent visions about society, literature, culture and the state is known.

Abul Fazal was born on 17 July 1903 in Kaanchia, Chittagong . He is the only son of Maulvi Fazlur Rahman and mother Gulshan Arar. Primary education starts in rural primary school. His childhood days have become overwhelmed in the eyes of nature. In his own language-

My childhood was a bit disheartened. Especially as long as there was life in the village, Ritimoteo Uddam ... a little bigger and would go away in the village too, to listen to the music. When the boys got "Badar" on the moonlight night, I could not stay in the house for some time.

After reading a few days here, he came to Chittagong city with his father. Nandon Kannon was admitted to a primary school adjacent to a high school. He was temporarily admitted to the school because Madrasah was delayed from starting the session. Later in 1913/14, Chittagong Government Madrasa was admitted to the second grade. He passed the matriculation examination in 1923 . In 1925 , he passed Intermediate from Dhaka Intermediate Intermediate College. BA in 1928 from Dhaka University Passed. The 1940 in the Calcutta University MA Passed.

আবুল ফজল (১৭ জুলাই ১৯০৩ - ৪ মে ১৯৮৩) বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি মূলত একজন চিন্তাশীল ও সমাজমনস্ক প্রবন্ধকার। তার প্রবন্ধে সমাজ,সাহিত্য,সংস্কৃতি ও রাষ্ট্র সম্পর্কে গভীর ও স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন মনোভাবের পরিচয় পাওয়া যায়।

আবুল ফজল ১৯০৩ সালের ১৭ জুলাই চট্টগ্রামের কেঁওচিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি মৌলবি ফজলুর রহমান এবং মা গুলশান আরার একমাত্র পুত্রসন্তান। প্রাথমিক পড়াশোনা শুরু হয় গ্রামের প্রাইমারি স্কুলে। প্রকৃতির প্রত্যক্ষ সান্নিধ্যে তাঁর শৈশবের দিনগুলি অতীবাহিত হয়েছে। তার নিজের ভাষায়-

আমার ছেলেবেলা বেশকিছুটা বেপরোয়া ভাবেই কেটেছে। বিশেষতঃ যতদিন গ্রামে ছিলাম জীবনটা ছিল রীতিমতো উদ্দাম।... একটু বড় হয়ে দূর দূর গ্রামেও চলে যেতাম যাত্রা কি করিব গান শুনতে... চাঁদনী রাতে ছেলেরা "বদর" দিয়ে উঠলে কিছুতেই ঘরে স্থির থাকতে পারতাম না।

এখানে অল্প কিছুদিন পড়ার পর বাবার সাথে চট্টগ্রাম শহরে চলে আসেন। পরবর্তীতে নন্দন কাননে এক হাইস্কুল সংলগ্ন প্রাইমারি স্কুলে ভর্তি হন। মাদরাসা সেশন শুরু হতে দেরি ছিল বলে সাময়িকভাবে তাঁকে ঐ স্কুলে ভর্তি করা হয়। পরে ১৯১৩/১৪ সালে চট্টগ্রাম সরকারি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হন। ১৯২৩ সালে ম্যাট্রিক পাস করেন। ১৯২৫ সালে ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৮ সালে বি.এ. পাস করেন। এছাড়া ১৯৪০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করেন।


Low-Cost Masking/NonMasking SMS in Bangladesh - Alpha SMS

Alpha SMS is an advanced SMS service provider in Bangladesh with multiple services such as Bulk SMS, SMS API, OTP SMS, SMS Gateway, SMS Marketing, Masking SMS, Non-Masking, etc. It provides a powerful and easy-to-use SMS API for developers. Easy integration with Software Applications & Websites. You can also send SMS messages directly through SMS Web Panel (Dashboard). Fast and easy to use SMS Gateway for School, Small Business SMS marketing, ISP & NGO in Bangladesh. Alpha SMS also offers API Integration with Corporate applications.

Visit Website
Low-Cost Masking/NonMasking SMS in Bangladesh - Alpha SMS

Popular Authors

@{ var db = ERP.Data.DBContext.Current; var authors = db.Party.Active().Where(p => p.TypeId == 1017 && db.PartyProduct.Any(i => i.PartyId == p.Id));} @foreach (var item in authors.OrderByDescending(i => i.RelatedProducts.Count(j => j.TypeId == 1012)).Take(9).Skip(1)) { }
Error:
Value cannot be null.
Parameter name: writer

A National Archive of Information

170

Publishers

Featuring complete portfolio & virtual showroom of 170 active Publishers in Bangladesh.

4,623

Authors

Portfolio of an ever growing list of legends. About 4,623 Bengali authors & Poets of the past, present & future.

29,332

Books

A complete online catalog of Bangla books. From the everlasting classics to modern literature of the future generation.