বেবী মওদুদ (জন্ম: ২৩শে জুন, ১৯৪৮ - মৃত্যু: ২৫শে জুলাই, ২০১৪) একজন বিশিষ্ট বাংলাদেশী প্রবীণ সাংবাদিক, লেখক এবং রাজনীতিবিদ। তিনি নারী অধিকার আন্দোলনের অন্যতম একজন নারী সংগঠক ও বিশ্লেষক ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ইমেরিটাস কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ)। বেবী মওদুদ ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের একজন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বা দশম জাতীয় সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বাল্য বন্ধু ও সজ্জন।
বেবী মওদুদ ছিলেন অদম্য বাঙালি ও জাতীয়তাবাদী, স্বার্থান্ধ সমাজে তিনি ব্যতিক্রমী মানুষ ছিলেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক দৈনিক পত্রিকায় তিনি সাংবাদিকতা করেন। তিনি শিশু কিশোরদের প্রতি বিপুল লেখালেখি করেছেন। এজন্য শিশুসাহিত্যিক হিসেবেই তার কীর্তি সবচেয়ে বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন অবস্থায় তিনি প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত হন এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন সংসদের ৩৫০ ও সংরক্ষিত – ৫০ আসনের (ঠাকুরগাঁও – ৩) সংসদ সদস্য।
পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেবী মওদুদের হৃদ্যতা পূর্ণ সম্পর্ক ছিল।
প্রকাশিত গ্রন্থ :
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি সংস্করণের ক্ষেত্রেও বেবী মওদুদের ভূমিকা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি শিশুদের জন্য বেশ কয়েকটি বই লিখেছেন। সেগুলো হলো : দীপ্তর জন্য ভালবাসা, পবিত্র রোকেয়া পাঠ, টুনুর হারিয়ে যাওয়া, শান্তর আনন্দ, এক যে ছিল আনু, আমার রোকেয়া, মুক্তিযোদ্ধা মানিক, কিশোর সাহিত্য সমগ্র, আবু আর তার এবং জল দিয়ে লিখি।
তার রচিত অন্য পুস্তকগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো : মনে মনে (ছোট গল্প), শেখ মুজিবের ছেলেবেলা, দুঃখ-কষ্ট ভালবাসা, পাকিস্তানে বাংলাদেশের নারী পাচার, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবার ইত্যাদি। আমাজন ডট কমে তার পাঁচটি বইয়ের উল্লেখ রয়েছে। সেগুলো হলো : আমার রোকেয়া, বাংলাদেশের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ, নিভৃত যত্নে, রোকেয়া : চিরন্তনী প্রতিকৃতি এবং সুশি পুষি টুশি।
১৯৭২-১৯৭৫, নিহত ৬৩০। সময় প্রকাশন। ডিসেম্বর, ২০০২। পৃ: ৭২। আইএসবিএন 9844583187।
মুক্তিযুদ্ধ মুক্তির জয়। সময় প্রকাশন। ডিসেম্বর, ২০০২। পৃ: ১১৬। আইএসবিএন 9844582717।
বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ভাষণ (২০০১-২০০৬)। সময় প্রকাশন। জুলাই, ২০১৫। পৃ: ২২২।
বাংলাদেশের সংসদে শেখ হাসিনার ভাষন। মাওলা ব্রাদার্স। ডিসেম্বর, ২০১০। পৃ: ৩৬৮।
বাংলাদেশের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ। সময় প্রকাশন। জুলাই, ২০১৫। পৃ: ৩৬৮। আইএসবিএন 9844583233।
জয় বাংলা। মাওলা ব্রাদার্স। আগস্ট, ২০১৫। পৃ: ৪৮। আইএসবিএন 9789849146872।
নির্বাচিত কলাম অন্তরে বাহিরে। পার্ল পাবলিশার্স। মার্চ, ২০১২। পৃ: ৩১৬। আইএসবিএন 9789844950115।
শ্রদ্ধাঞ্জলী। সময় প্রকাশন। ডিসেম্বর, ২০০২। পৃ: ১৮৪। আইএসবিএন 9844582016।
সুশি পুশি টুশি। মাওলা ব্রাদার্স। জুন, ২০০৭। পৃ: ২৮। আইএসবিএন 9844104955।
তুতুন হারিয়ে যাওয়া। সময় প্রকাশন। এপ্রিল, ২০০৭। পৃ: ১৬। আইএসবিএন 9844584310।
Alpha SMS is an advanced SMS service provider in Bangladesh with multiple services such as Bulk SMS, SMS API, OTP SMS, SMS Gateway, SMS Marketing, Masking SMS, Non-Masking, etc. It provides a powerful and easy-to-use SMS API for developers. Easy integration with Software Applications & Websites. You can also send SMS messages directly through SMS Web Panel (Dashboard). Fast and easy to use SMS Gateway for School, Small Business SMS marketing, ISP & NGO in Bangladesh. Alpha SMS also offers API Integration with Corporate applications.
Visit WebsiteFeaturing complete portfolio & virtual showroom of @ERP.Data.Service.BusinessService.ByType("Publisher").Count() active Publishers in Bangladesh.
Portfolio of an ever growing list of legends. About @authors.Count().ToString("#,###") Bengali authors & Poets of the past, present & future.
A complete online catalog of Bangla books. From the everlasting classics to modern literature of the future generation.
Cannot write to a closed TextWriter.