Rabeya Khatun is a Bangladeshi literary, whose first novel is Nishraya. Khatun was born in his uncle's house at Bikrampur in Dhaka . However, his ancestral home was located in Sholghar village of Srinagar upazila of Munshiganj district . His father Moulvi Mohammad Mullu Chand and mother Hamida Khatun Entrance examination from Armanitola School (now secondary) passed in 1948. After her schooling, her institutional education was stopped after being a girl of conservative Muslim family.
On 23 July 1952, Rabeya Khatun was married to editor and film director ATM Fazlul Huq. Their four children are madhyee, Faridur Reza Sagar , O-Keka Ferdousi , Farhadur Reza coral and Farhana kakali.
Chashi Nazrul Islam, the famous film director of the cloud based on the liberation war based on the liberation war, written by Rabeya Khatun , created in 2004, after the cloud of cloud clouds. And in 2011, Shahjahan Chowdhury, director of Madhumati, another popular novel, was created with the same title Madhumati. Actress Mousumi in 2003 also wrote her memoirs on the occasion of cloud rain in the same title . Film never cloudy or rain Apart from writing, Rabeya Khatun has been teaching. Journalism also did. He is also the council member of Bangla Academy. Member of the Board of Directors of the National Book Center, Judge of the National Film Award, Judge of the Shishu Academy Council Member and the judge of 'New Chaudi' on the television. Jurors of Jurist Board of National Debate of Bangladesh Television have performed the responsibility of the judge and the president. There are Bangla Academy, Bangladesh Leading Association, Dhaka Ladies Club, Business and Professional Women's Club, Bangladesh Writer Shibir, Bangladesh Talk Artists Association and Women's Association.
রাবেয়া খাতুন একজন বাংলাদেশী সাহিত্যিক। তাঁর রচিত প্রথম উপন্যাসের নাম নিরাশ্রয়া । খাতুন ঢাকার বিক্রমপুরে তাঁর মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তবে, তাঁর পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত ষোলঘর গ্রামে৷ তাঁর বাবা মৌলভী মোহাম্মদ মুল্লুক চাঁদ এবং মা হামিদা খাতুন। আরমানিটোলা বিদ্যালয় থেকে প্রবেশিকা (বর্তমানে মাধ্যমিক) পাস করেন ১৯৪৮ সালে। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হওয়ায় বিদ্যালয়ের গন্ডির পর তার প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ বন্ধ হয়ে যায়।
১৯৫২ সালের ২৩ জুলাই সম্পাদক ও চিত্র পরিচালক এটিএম ফজলুল হকের সাথে রাবেয়া খাতুনের বিয়ে হয়। তাদের চার সন্তানের মধ্যেে রয়েছে, ফরিদুর রেজা সাগর, কেকা ফেরদৌসী, ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী।
রাবেয়া খাতুন রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক জনপ্রিয় উপন্যাস মেঘের পর মেঘ অবলম্বনে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম ২০০৪ সালে নির্মাণ করেন চলচ্চিত্র মেঘের পরে মেঘ। এবং ২০১১ সালে তাঁর আরেকটি জনপ্রিয় উপন্যাস মধুমতি অবলম্বনে পরিচালক শাহজাহান চৌধুরী একই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র মধুমতি। এছাড়াও অভিনেত্রী মৌসুমী ২০০৩ সালে তাঁর লেখা কখনো মেঘ কখনো বৃষ্টি অবলম্বনে একই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি।[৪] লেখালেখির পাশাপাশি রাবেয়া খাতুন শিক্ষকতা করেছেন। সাংবাদিকতাও করেছেন। এছাড়া তিনি বাংলা একাডেমীর কাউন্সিল মেম্বার। জাতীয় গ্রন্থ কেন্দ্রের গঠনতন্ত্র পরিচালনা পরিষদের সদস্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরীবোর্ডের বিচারক, শিশু একাডেমীর কাউন্সিল মেম্বার ও টেলিভিশনের 'নতুন কুড়ি'র বিচারক। বাংলাদেশ টেলিভিশনের জাতীয় বিতর্কের জুরীবোর্ডের বিচারক ও সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। যুক্ত আছেন বাংলা একাডেমী, বাংলাদেশ লেখিকা সংঘ, ঢাকা লেডিজ ক্লাব, বিজনেস ও প্রফেশনাল উইমেন্স ক্লাব, বাংলাদেশ লেখক শিবির, বাংলাদেশ কথা শিল্পী সংসদ ও মহিলা সমিতির সঙ্গে।
Alpha SMS is an advanced SMS service provider in Bangladesh with multiple services such as Bulk SMS, SMS API, OTP SMS, SMS Gateway, SMS Marketing, Masking SMS, Non-Masking, etc. It provides a powerful and easy-to-use SMS API for developers. Easy integration with Software Applications & Websites. You can also send SMS messages directly through SMS Web Panel (Dashboard). Fast and easy to use SMS Gateway for School, Small Business SMS marketing, ISP & NGO in Bangladesh. Alpha SMS also offers API Integration with Corporate applications.
Visit WebsiteFeaturing complete portfolio & virtual showroom of 170 active Publishers in Bangladesh.
Portfolio of an ever growing list of legends. About 4,623 Bengali authors & Poets of the past, present & future.
A complete online catalog of Bangla books. From the everlasting classics to modern literature of the future generation.