Akhtaruzzaman Ilyas

Akhtaruzzaman Ilyas

আখতারুজ্জামান ইলিয়াস

Akhtaruzzaman Ilyas Biography

Akhtaruzzaman Ilias (12 February 1943 - 4 January 1997) is a renowned fictionalist from Bangladesh . He was a short writer. His novels include two novels, the entire five book chapters, and an essay compilation. Excerpt Sushma has given her the art of illustration, history and political knowledge, deep insight and subtle humorous expression of reality. He was the most acclaimed Bangladeshi writer in Bengali literature after Syed Waliullah .

Akhtaruzzaman Mohammad Ilias was born on 12 February 1943 in the maternal uncle's house in Gotia village of Gaibandha district of Bangladesh . Her nickname Monju His ancestral house in Bogra district . His father Badiuzzaman Mohammad Elias was a member of the East Bengal Provincial Assembly (1947-1953) and parliamentary secretary in the Muslim League. [1] His mother's name was Begum Maryam Elias. Akhtaruzzaman passed Matriculation Examination from Bogra Zilla School in 1958 and Intermediate from Dhaka College in 1960. He then passed Honors and Masters in Bangla from Dhaka University (1964).

Akhtaruzzaman Mohammad Elias started his career as a lecturer in Jagannath College . He then served as the Vice Chancellor of the Music College, the Deputy Director of Primary Education Board, the Dhaka University's Professor and Head of the Department. He was a member of the Mofizuddin Education Commission. He also served as Akhteruzzaman in his career. He married in 1973. His wife's name is Suraiya Tutul. During the liberation war , he gave shelter to the freedom fighters, kept in touch with them secretly. His writings, revenge, other tone in the other house, strains, molestation, snake grip, mischief dreams, raincoat etc. in the other room, indirectly or directly, emerged in the story of liberation war and postwar political and social reality. BAKSAL in 1975 Although he was formed but he had the pressure to join BAKSal as a teacher of the government college but did not join.


আখতারুজ্জামান ইলিয়াস (১২ ফেব্রুয়ারি ১৯৪৩ - ৪ জানুয়ারি ১৯৯৭) বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক। তিনি একজন স্বল্পপ্রজ লেখক ছিলেন। দুইটি উপন্যাস, গোটা পাঁচেক গল্পগ্রন্থ আর একটি প্রবন্ধ সংকলন এই নিয়ে তাঁর রচনাসম্ভার। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তাঁর রচনাকে দিয়েছে ব্যতিক্রমী সুষমা। বাংলা সাহিত্যে সৈয়দ ওয়ালীউল্লাহর পরেই তিনি সর্বাধিক প্রশংসিত বাংলাদেশী লেখক।

আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস ১৯৪৩ সালের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম মঞ্জু। তাঁর পৈতৃক বাড়ি বগুড়া জেলায়। তাঁর বাবা বদিউজ্জামান মোহাম্মদ ইলিয়াস পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের সদস্য (১৯৪৭-১৯৫৩) এবং মুসলিম লীগে পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন।[১] তাঁর মায়ের নাম বেগম মরিয়ম ইলিয়াস। আখতারুজ্জামান বগুড়া জিলা স্কুল থেকে ১৯৫৮ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষা এবং ঢাকা কলেজ থেকে ১৯৬০ সালে ইন্টারমিডিয়েট পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স ও মাস্টার্স পাস করেন (১৯৬৪)।

আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াসের কর্মজীবন শুরু হয় জগন্নাথ কলেজে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে। এরপর তিনি মিউজিক কলেজের উপাধ্যক্ষ, প্রাইমারি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক, ঢাকা কলেজের বাংলার প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মফিজউদ্দিন শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। কর্মজীবনে আখতারুজ্জামান হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে তিনি বিয়ে করেন। তাঁর স্ত্রীর নাম সুরাইয়া তুতুল। মুক্তিযুদ্ধের সময় পরিচিত মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেন, গোপনে তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। তাঁর লেখা প্রতিশোধ, অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি, মিলির হাতে স্টেনগান, অপঘাত, জাল স্বপ্ন স্বপ্নের জাল, রেইনকোট প্রভৃতি গল্পে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে উঠে এসেছে মুক্তিযুদ্ধ ও যুদ্ধপরবর্তী রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতা। ১৯৭৫ সালে বাকশাল গঠিত হলেও সরকারি কলেজের শিক্ষক হিসেবে বাকশালে যোগ দেওয়ার চাপ থাকলেও যোগ দেন নি।


Low-Cost Masking/NonMasking SMS in Bangladesh - Alpha SMS

Alpha SMS is an advanced SMS service provider in Bangladesh with multiple services such as Bulk SMS, SMS API, OTP SMS, SMS Gateway, SMS Marketing, Masking SMS, Non-Masking, etc. It provides a powerful and easy-to-use SMS API for developers. Easy integration with Software Applications & Websites. You can also send SMS messages directly through SMS Web Panel (Dashboard). Fast and easy to use SMS Gateway for School, Small Business SMS marketing, ISP & NGO in Bangladesh. Alpha SMS also offers API Integration with Corporate applications.

Visit Website
Low-Cost Masking/NonMasking SMS in Bangladesh - Alpha SMS

A National Archive of Information

170

Publishers

Featuring complete portfolio & virtual showroom of 170 active Publishers in Bangladesh.

4,623

Authors

Portfolio of an ever growing list of legends. About 4,623 Bengali authors & Poets of the past, present & future.

29,332

Books

A complete online catalog of Bangla books. From the everlasting classics to modern literature of the future generation.