Jahanara Imam (born May 3, 1929 - Death: June 26, 1994) is a Bangladeshi writer, martyr mother, fiction, educationist and leader of anti-war campaigner of the 1971 war of liberation . His famous books are the seventy-eight days . His eldest son Shafi Imam Rumi participated in the liberation war of the country and after some successful guerilla operations, he was arrested by the Pakistani army and later became martyred brutally. After the victory, Rumi's friends, Rumi's mother, Jahanara Imam, became the mother of all freedom fighters . In the form of Rumi's martyrdom , he was conferred the title of Shaheed Janani.
Jahanara Imam (nick name) was born on 3 May 1929 in Murshidabad of present-day West Bengal . He was born in a family like the conservative Bengali Muslim family in the 30's and 40's. Jahanara Imam's father Syed Abdul Ali was a deputy magistrate. Mother Syeda Hamida Begum
Jahanara Imam passed the Matriculation in 1942. He passed IA from Rangpur Carmichael College in 1944 and was admitted in 1945 in Lady Brahrawan College , Kolkata . In 1947, he passed his BA from Lady Brabourne College ( University of Calcutta ). He obtained his B.D. degree in 1960 from Dhaka University . He obtained a Certificate in Education Degree from USA in 1964. Returned from the United States in 1965, MA passed from Dhaka University.
In the city of Mymensingh cut the first period of his working life as a teacher. He was working as an assistant teacher in Vidyamayika Girls' School from 1948 to 1949. Then he came to Dhaka. His career was passed as Head Teacher of Siddheswari Girls High School (1952-1960), headmaster of Bulbul Academy, Kindergarten School (1962-19 66) and Lecturer of Dhaka Teachers Training College (1966-1968) of Dhaka . He also worked as a part time teacher at the Modern Language Institute of Dhaka University for some time.
জাহানারা ইমাম ( জন্ম: মে ৩, ১৯২৯ - মৃত্যু:জুন ২৬, ১৯৯৪) একজন বাংলাদেশী লেখিকা, শহীদ জননী, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। তাঁর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি। একাত্তরে তাঁর জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম রুমী দেশের মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করেন এবং কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন এবং পরবর্তীতে নির্মমভাবে শহীদ হন। বিজয় লাভের পর রুমীর বন্ধুরা রুমীর মা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন৷ রুমীর শহীদ হওয়ার সূত্রেই তিনি শহীদ জননীর মযার্দায় ভূষিত হন৷
জাহানারা ইমামের (ডাক নাম জুড়ু) জন্ম ১৯২৯ সালের ৩ মে বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। ত্রিশ ও চল্লিশ দশকের রক্ষণশীল বাঙালি মুসলমান পরিবার বলতে যা বোঝায়, সে রকম একটি পরিবারেই তিনি জন্মেছিলেন। জাহানারা ইমামের বাবা সৈয়দ আবদুল আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। মা সৈয়দা হামিদা বেগম।
জাহানারা ইমাম মাট্রিক পাস করেন ১৯৪২ সালে। ১৯৪৪ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে আইএ পাস করে ১৯৪৫ সালে ভর্তি হন কলকাতার লেডি ব্রেবোর্ণ কলেজে। লেডি ব্রেবোর্ন কলেজ (কলকাতা বিশ্ববিদ্যালয়) থেকে বি.এ পাস করেন ১৯৪৭ সালে। ১৯৬০ সালে বি.এড ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। যুক্তরাষ্ট্র থেকে সার্টিফিকেট ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন ১৯৬৪ সালে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে ১৯৬৫ সালে বাংলায় এম.এ পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
শিক্ষক হিসাবে তার কর্মময় জীবনের প্রথম কাল কাটে ময়মনসিংহ শহরে। সেখানে বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে ১৯৪৮ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত তিনি কর্মরত ছিলেন। এরপর তিনি ঢাকায় চলে আসেন। ঢাকার সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (১৯৫২-১৯৬০), বুলবুল একাডেমি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক (১৯৬২-১৯৬৬)এবং ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক (১৯৬৬-১৯৬৮)হিসাবে তার কর্মজীবন অতিবাহিত হয়। তিনি কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটেও খন্ডকালীন শিক্ষক হিসাবে কাজ করেন।
Alpha SMS is an advanced SMS service provider in Bangladesh with multiple services such as Bulk SMS, SMS API, OTP SMS, SMS Gateway, SMS Marketing, Masking SMS, Non-Masking, etc. It provides a powerful and easy-to-use SMS API for developers. Easy integration with Software Applications & Websites. You can also send SMS messages directly through SMS Web Panel (Dashboard). Fast and easy to use SMS Gateway for School, Small Business SMS marketing, ISP & NGO in Bangladesh. Alpha SMS also offers API Integration with Corporate applications.
Visit WebsiteValue cannot be null. Parameter name: writer@{ var db = ERP.Data.DBContext.Current; var authors = db.Party.Active().Where(p => p.TypeId == 1017 && db.PartyProduct.Any(i => i.PartyId == p.Id)); var books = ERP.Data.DBContext.Current.Product.Active(); }
Featuring complete portfolio & virtual showroom of @ERP.Data.Service.BusinessService.ByType("Publisher").Count() active Publishers in Bangladesh.
Portfolio of an ever growing list of legends. About @authors.Count().ToString("#,###") Bengali authors & Poets of the past, present & future.
A complete online catalog of Bangla books. From the everlasting classics to modern literature of the future generation.
Value cannot be null. Parameter name: writer