Mohammad Rafiq (23 October 1943) A poet, writer and teacher of Bangladesh . He is considered a contemporary modern poet, whose debut was in the 1960s. During the Pakistan period, he has become famous for student movement and poetry and poetic interest in anti-autocracy movement in the eighteenth century of independent Bangladesh. He retired in 2009 as Associate Professor of English Department of Jahangirnagar University . In 2010, Bangladesh Government awarded him Ekushey Padak .
He was born on 23 October in Bagerhat district of Bagerhat district in 1943. Father's name is Samshuddin Ahmed and mother's name is Rashtun Nahar. He is the eldest of eight siblings. Mohammad Rafiq spent his childhood at Bagerhat. After passing the matriculation, he was admitted to the Department of Science in Notre Dame College , Dhaka , but later he went to the Department of Humanities in Dhaka College . At this time , he became friends with fictionist Akhtaruzzaman Ilias , who had a strong impression on his literary mind. B.A. After passing, he was admitted to MA class in English University of Dhaka University . In 1967, he went to Dhaka University in English language and literature. At the Got a degree. While studying at university, his poem SamakalVarious literary journals are being printed with. At this time, he joined the movement against the Pakistani military rule. Pakistan's military court sentenced him to ten years, but M. At the He got the test for him. In 1971, he first worked as the officer of Sector 1 of the War of Liberation and later worked in Swadhin Bangla Radio .
After the liberation war, after joining different colleges, he joined the English section of Jahangirnagar University. He taught at Jahangirnagar University for a long time till 29 June 2009 .
মোহাম্মদ রফিক (২৩ অক্টোবর ১৯৪৩) বাংলাদেশের একজন কবি, লেখক ও শিক্ষক। তিনি একজন মননশীল আধুনিক কবি হিসাবে পরিগণিত যার আত্মপ্রকাশ ১৯৬০-এর দশকে। পাকিস্তান আমলে ষাটের দশকে ছাত্র আন্দোলন ও কবিতায় এবং স্বাধীন বাংলাদেশে আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাব্যিক রসদ যুগিয়ে তিনি বিখ্যাত হয়ে আছেন।। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে ২০০৯-এ অবসর নিয়েছেন । ২০১০ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।
তাঁর জন্ম ১৯৪৩ খ্রিষ্টাব্দে ২৩ অক্টোবর বাগেরহাট জেলার বৈটপুরে। পিতার নাম সামছুদ্দীন আহমদ এবং মাতার নাম রেশাতুন নাহার। আট ভাই-বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। মোহাম্মদ রফিক বাগেরহাটে শৈশব কাটান । মেট্রিক পাশ করে ঢাকার নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন, কিন্তু পরে ঢাকা কলেজে মানবিক বিভাগে চলে যান। এ সময় কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের সাথে তার বন্ধুত্ব হয় যা তাঁর সাহিত্যিক চেতনায় প্রগাঢ় ছাপ ফেলে। বি.এ. পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এম এ শ্রেণিতে ভর্তি হন । ১৯৬৭ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে এম. এ. ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁর কবিতা সমকাল সহ বিভিন্ন সাহিত্য পত্রিকায় ছাপা হতে থাকে। এ সময় তিনি পাকিস্তানের সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হন। পাকিস্তানের সামরিক আদালত তাঁকে দশ বছরের কারাদণ্ড দেয়, কিন্তু এম. এ. পরীক্ষার জন্য তিনি ছাড়া পান। ১৯৭১ সালে তিনি প্রথমে মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের কর্মকর্তা হিসেবে এবং পরে স্বাধীন বাংলা বেতারে কাজ করেন।
মুক্তিযুদ্ধের পর বিভিন্ন কলেজে শিক্ষকতা করার পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগ দেন। তিনি ২৯ জুন ২০০৯ পর্যন্ত দীর্ঘকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
Alpha SMS is an advanced SMS service provider in Bangladesh with multiple services such as Bulk SMS, SMS API, OTP SMS, SMS Gateway, SMS Marketing, Masking SMS, Non-Masking, etc. It provides a powerful and easy-to-use SMS API for developers. Easy integration with Software Applications & Websites. You can also send SMS messages directly through SMS Web Panel (Dashboard). Fast and easy to use SMS Gateway for School, Small Business SMS marketing, ISP & NGO in Bangladesh. Alpha SMS also offers API Integration with Corporate applications.
Visit WebsiteFeaturing complete portfolio & virtual showroom of 170 active Publishers in Bangladesh.
Portfolio of an ever growing list of legends. About 4,623 Bengali authors & Poets of the past, present & future.
A complete online catalog of Bangla books. From the everlasting classics to modern literature of the future generation.