Bibhutibhushan Bandyopadhyay ( 12th September , 1894 - 1st September , 1950 ) was a popular Indian Bengali fiction. He achieved fame mainly by writing novels and short stories. Pather Panchali and scored his best known novel. Among other novels, Aranyak , Ideal Hindu Hotel , Ichhamati and Ajni sign are particularly notable. Along with the novel, Bibhuti Bhushan also composed some 20 books, some adolescent novels, and a few travel stories and diaries. Panchali of the path of BibhutibhushanThe film directed by Satyajit Ray on the novel is internationally renowned. In 1951, for the novel Ichhamati , Bibhuti Bhaban received the highest literary award of West Bengal (posthumous) Rabindra Award .
1921 AD (1328 BS) expatriate magazine issue of January upeksita the story through the publication of his literary career began. While working in Bhagalpur , he started writing Pathar Panchali in 1925 . The work of writing this book was completed in 1928 . This is the first and most famous composition of Bibhutibhushan. Through this he gained huge popularity. After that Aparajit composed the next part of Pathar Panchalai. Both the novels reflected his personal life. Famous film director Satyajit Ray started his film career with the film adaptation of Pathar Panchali novel. This movie was also namedPather Panchali (film) . This film received a lot of prizes and awards from home and abroad . Then Ray made films with two non-anchored and non-signature novels. All of them received special praise. Pather Panchali is a novel translated into several Indian languages and in various Western languages including English and French. Some of the notable collections of Bibhutibhushan are: Meghmallara, Mauripur, Jatrabalal. His lunar mural is an amazing adventure story, whose background is Africa. Films have been made about the Moon Hill Kishore novel, Dev has played the role of "Shankar".
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১২ই সেপ্টেম্বর, ১৮৯৪ - ১লা সেপ্টেম্বর, ১৯৫০) ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় ২০টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস ও কয়েকটি ভ্রমণকাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। ১৯৫১ সালে ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন।
১৯২১ খ্রিস্টাব্দে (১৩২৮ বঙ্গাব্দ) প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় উপেক্ষিতা নামক গল্প প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে। ভাগলপুরে কাজ করার সময় ১৯২৫ সালে তিনি পথের পাঁচালী রচনা শুরু করেন। এই বই লেখার কাজ শেষ হয় ১৯২৮ খ্রিস্টাব্দে। এটি বিভূতিভূষণের প্রথম এবং সবচেয়ে বিখ্যাত রচনা। এর মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এরপর অপরাজিত রচনা করেন যা পথের পাঁচালীরই পরবর্তী অংশ। উভয় উপন্যাসেই তার ব্যক্তিগত জীবনের প্রতিফলন ঘটেছে। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় পথের পাঁচালী উপন্যাসের কাহিনীকে চলচ্চিত্রে রূপদানের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের সূচনা করেছিলেন। এই সিনেমাটির নামও ছিল পথের পাঁচালী (চলচ্চিত্র)। এই চলচ্চিত্রটি দেশী-বিদেশী প্রচুর পুরস্কার ও সম্মাননা লাভ করেছিল। এরপর অপরাজিত এবং অশনি সংকেত উপন্যাস দুটি নিয়েও সত্যজিৎ চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এর সবগুলোই বিশেষ প্রশংসা অর্জন করেছিল। পথের পাঁচালী উপন্যাসটি বিভিন্ন ভারতীয় ভাষা এবং ইংরেজি ও ফরাসি সহ বিভিন্ন পাশ্চাত্য ভাষায় অনূদিত হয়েছে। বিভূতিভূষণের উল্লেখযোগ্য কয়েকটি গল্পগ্রন্থ হল: মেঘমল্লার, মৌরীফুল, যাত্রাবদল। তাঁর লেখা চাঁদের পাহাড় একটি অনবদ্য এ্যাডভেঞ্চার কাহিনী, যার পটভূমি আফ্রিকা। চাঁদের পাহাড় কিশোর উপন্যাসটিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে, দেব এই ছবিতে অভিনয় করেছে "শংকর"এর চরিত্রে।
Alpha SMS is an advanced SMS service provider in Bangladesh with multiple services such as Bulk SMS, SMS API, OTP SMS, SMS Gateway, SMS Marketing, Masking SMS, Non-Masking, etc. It provides a powerful and easy-to-use SMS API for developers. Easy integration with Software Applications & Websites. You can also send SMS messages directly through SMS Web Panel (Dashboard). Fast and easy to use SMS Gateway for School, Small Business SMS marketing, ISP & NGO in Bangladesh. Alpha SMS also offers API Integration with Corporate applications.
Visit WebsiteFeaturing complete portfolio & virtual showroom of 170 active Publishers in Bangladesh.
Portfolio of an ever growing list of legends. About 4,623 Bengali authors & Poets of the past, present & future.
A complete online catalog of Bangla books. From the everlasting classics to modern literature of the future generation.