Selim Al Deen ( August 18 , 1949 - January 14 , 2008 ) is a renowned Bangladeshi playwright and researcher. He played an important role in the drama movement of independence northern Bangladesh. He has done research on plays and language of drama. The drama drama of Bangla drama, Bangla drama, has highlighted the characteristics of Bengali drama by applying the subject and essays of traditional Bengali plays.
Playwright Selim Al Deen was born on 18th August, 1949 in Senerkhil village of Sonagazi thana of Feni . He is the third child of Mofizuddin Ahmed and Firoza Khatun. Feni, Chittagong, Sylhet, Brahmanbaria and Rangpur have spent many years in childhood and adolescence. According to the father's job, he has studied in various schools in these places. Selim Al Dein passed SSC from Mangalkandi Secondary School, Senkhar in Feni, in 1964. HSC from Feni College in 1966 In 1967, he was admitted to the Bangla Department of Dhaka University. While studying in the second year, he was admitted to Sadat College in Kotalia, Tangail, after leaving Dhaka University. After graduating from there, he obtained MA degree from Bangla Department of Dhaka University. In 1995, Jahangirnagar University plays a role in medieval Bengali literatureSalim Al Dein received a PhD degree by research on it.
সেলিম আল দীন (১৮ই আগস্ট, ১৯৪৯-১৪ই জানুয়ারি, ২০০৮) একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নাটকের আঙ্গিক ও ভাষার উপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন।
নাট্যকার সেলিম আল দীন জন্মেছিলেন ১৯৪৯ সালের ১৮ই আগস্ট ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে। মফিজউদ্দিন আহমেদ ও ফিরোজা খাতুনের তৃতীয় সন্তান তিনি ৷ শৈশব ও কৈশোর কেটেছে ফেনী, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও রংপুরের বিভিন্ন স্থানে ৷ বাবার চাকরির সূত্রে এসব জায়গার বিভিন্ন স্কুলে পড়াশোনা করেছেন তিনি ৷ সেলিম আল দীন ১৯৬৪ সালে ফেনীর সেনেরখিলের মঙ্গলকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৬৬ সালে ফেনী কলেজ থেকে এইচএসসি ৷ ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন ৷ দ্বিতীয় বর্ষে পড়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে গিয়ে ভর্তি হন টাঙ্গাইলের করোটিয়ায় সাদত কলেজে ৷ সেখান থেকে স্নাতক পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে নাটক এর উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন সেলিম আল দীন।
Alpha SMS is an advanced SMS service provider in Bangladesh with multiple services such as Bulk SMS, SMS API, OTP SMS, SMS Gateway, SMS Marketing, Masking SMS, Non-Masking, etc. It provides a powerful and easy-to-use SMS API for developers. Easy integration with Software Applications & Websites. You can also send SMS messages directly through SMS Web Panel (Dashboard). Fast and easy to use SMS Gateway for School, Small Business SMS marketing, ISP & NGO in Bangladesh. Alpha SMS also offers API Integration with Corporate applications.
Visit WebsiteValue cannot be null. Parameter name: writer@{ var db = ERP.Data.DBContext.Current; var authors = db.Party.Active().Where(p => p.TypeId == 1017 && db.PartyProduct.Any(i => i.PartyId == p.Id)); var books = ERP.Data.DBContext.Current.Product.Active(); }
Featuring complete portfolio & virtual showroom of @ERP.Data.Service.BusinessService.ByType("Publisher").Count() active Publishers in Bangladesh.
Portfolio of an ever growing list of legends. About @authors.Count().ToString("#,###") Bengali authors & Poets of the past, present & future.
A complete online catalog of Bangla books. From the everlasting classics to modern literature of the future generation.
Value cannot be null. Parameter name: writer