ড. ইমতিয়াজ আহমেদ ১৯৬১ সালের ১লা অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত চাঁদলাই গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ইন্তেকাল করেন অত্যন্ত শৈশবে। মার স্নেহে লালিত-পালিত এবং শিক্ষা অর্জন। ১৯৭৮ সালে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৮০ সালে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ। ১৯৮৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে উচ্চতর দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় স্থান লাভ করে সম্মান ডিগ্রি অর্জন। ১৯৮৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পরীক্ষায় আধুনিক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া গ্রুপে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ। ১৯৮৯ সালে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একজন অফিসার হিসেবে চাকুরি জীবন আরম্ভ।১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহ্য ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে যোগদান। ২০০৪ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. এ.বি.এম. হোসেনের তত্ত্বাবধানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পর্তুগিজ বাণিজ্য (১৪৯৮-১৬৪১): প্রকৃতি ও পতন শীর্ষক গবেষণাকর্ম সম্পাদন এবং পিএইচ.ডি. ডিগ্রি অর্জন। অধ্যাপনার পাশাপাশি মধ্য এবং আধুনিক যুগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয়াবলীর উপর বিভিন্ন গ্রন্থ রচনা ও গবেষণাকর্মে লিপ্ত রয়েছেন।
About More.. 