Salek Uddin is a Bangladeshi writer. He is a lyricist, playwright, storyteller and columnist. He was born on 24 May 1960 in the village Suruj of Tangail Sadar of Tangail district. His father's name is Rokan Uddin and his mother is Syeda Salma Akter. Maulvi Naim Uddin, the first complete Bengali translator of the Holy Quran, is his grandfather.
Salek Uddin started primary education from BS Bishesswry Primary and Junior High school. He passed SSC from Shivnath High School in Tangail District Sadar in 1976 and HSC from Sadat University College in 1988. He passed BA in 1980 from Ghatail Brahmman Shashan College. In his career he was a banker. He started a job in Grameen Bank and completed 4 years, from 1980-1984, at the beginning of Grameen Bank and for 32 years, from February 1984 to August 2015, at City Bank Limited. He passed MA in Bengali Literature from Asian University of Bangladesh in the year 2007 and stood as gold medalist.
Salek Uddin, a life member of Bangla Academy. Notable among his published books are Ghughudahe Purnima, Baro Ghater shesh Ghat, Emono Golpa hoy etc. Mentionable TV dramas written and directed by him are Ganatantra House, Sundari Patri Chai, Ghughudahe Purnima, Aborjona, Sey Rokom Sundhori. Musical Drama - Krishnakali, Geeti Alekhho Se Amarai Bangladesh, Shadhinota Amar Shadhinota.
সালেক উদ্দিন একজন বাংলাদেশী কথা সাহিত্যিক। তিনি একজন গীতিকার, নাট্যকার, গল্পকার এবং কলামিস্ট। ১৯৬০ সালের ২৪ মে টাঙ্গাইল জেলার সুরুজ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রোকনউদ্দিন এবং মাতা সৈয়দা সালমা আক্তার । পবিত্র কুরআনের প্রথম পূর্ণাঙ্গ বঙ্গানুবাদক মৌলভী নইমুদ্দিন তাঁর পিতামহ।
১৯৭৬ সালে টাঙ্গাইল জেলা সদরের শিবনাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৮ সালে সা'দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করেন সালেক উদ্দিন। তিনি ১৯৮০ সালে বিএ পাস করেন ঘাটাইল ব্রাহ্মণ শাসন কলেজ থেকে। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে বাংলা সাহিত্যে এমএ পাস করেন ২০০৭ সালে। কর্মজীবনে তিনি ছিলেন একজন ব্যাংকার। গ্রামীণ ব্যাংকের শুরুর দিকে ১৯৮০-১৯৮৪ পর্যন্ত চার বছর গ্রামীণ ব্যাংকে এবং ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০১৫ সালের আগস্ট পর্যন্ত ৩২ বছর সিটি ব্যাংক লিমিটেডের গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন তিনি।
বাংলা একাডেমির জীবন সদস্য সালেক উদ্দিন একাধারে গল্পকার, নাট্যকার, গীতিকার ও কলামিস্ট। তার প্রকাশিত গল্পগ্রন্থ - ঘুঘুদহে পূর্ণিমা, বার ঘাটের শেষ ঘাট, এমনো গল্প হয়। তাঁর রচনা ও পরিচালনায় নির্মিত উল্লেখযোগ্য টিভি নাটক গণতন্ত্র হাউস, সুন্দরী পাত্রী চাই ,ঘুঘুদহে পূর্ণিমা, আবর্জনা,সেই রকম সুন্দরী, নৃত্যনাট্য কৃষ্ণকলি, গীতি আলেখ্য সে আমারই বাংলাদেশ।
Alpha SMS is an advanced SMS service provider in Bangladesh with multiple services such as Bulk SMS, SMS API, OTP SMS, SMS Gateway, SMS Marketing, Masking SMS, Non-Masking, etc. It provides a powerful and easy-to-use SMS API for developers. Easy integration with Software Applications & Websites. You can also send SMS messages directly through SMS Web Panel (Dashboard). Fast and easy to use SMS Gateway for School, Small Business SMS marketing, ISP & NGO in Bangladesh. Alpha SMS also offers API Integration with Corporate applications.
Visit Website