নাজমা জেসমিন চৌধুরীগবেষক, লেখক, প্রবন্ধকার, নাট্যকার, গল্পকার ও ঔপন্যাসিক নাজমা জেসমিন চৌধুরী ১৯৪০ সালের ১ ডিসেম্বর কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন পুলিশ বিভাগের গোয়েন্দা শাখার উচ্চপদস্থ কর্মকর্তা মরহুম গোলাম সারওয়ার। তাঁর আদি নিবাস ফরিদপুর জেলার গোপালগঞ্জের টুঙ্গীপাড়া। প্রখ্যাত লেখক ও সাহিত্যিক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তার স্বামী। নাজমা জেসমিন চৌধুরী রাজশাহী পি, এন, বালিকা বিদ্যালয় থেকে ১৯৫৫ সালে ম্যাট্রিক, রাজশাহী সরকারী কলেজ থেকে ১৯৫৭ সালে আইএ, ১৯৫৯ সালে ঢাকা সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে বিএ এবং ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৬১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঢাকা সেন্টাল উইমেন্স কলেজে বাংলা বিভাগে অধ্যাপনার দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে কলেজ অধ্যাপনা থেকে অবসর নিয়ে তিনি বাংলা একাডেমীর বৃত্তিধারী গবেষক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডঃ আহমদ শরীফের তত্ত্বাবধানে গবেষণামূলক “বাংলা উপন্যাস ও রাজনীতি” শীর্ষক অভিসন্দর্ভ রচনা করেন। এই গবেষণার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন (১৯৭৯)। এরপর তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনষ্টিটিউটের বাংলা লেকচারার পদে নিযুক্ত হন। এখানে তিনি মৃত্যুর আগ পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকার শিশু কিশোর নাট্য আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ঢাকায় লিটল থিয়েটার প্রতিষ্ঠা করেন। বাংলা উপন্যাসের রাজনৈতিক ধারাকে মার্কসীয় দৃষ্টিতে সুস্পষ্ট ব্যাখ্যা করে দেশে বিদেশে প্রচুর
About More.. 